About Us

Who We Are

আমরা ঢাকা ফেইথ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেছি উচ্চমানের কৃত্রিম চামড়া সরবরাহ করার লক্ষ্য নিয়ে, যেখানে টেকসই এবং নৈতিক কার্যপ্রণালী নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে, আমরা নির্ভরযোগ্য সরবরাহকারীদের কাছ থেকে সর্বোত্তম পণ্য সংগ্রহ করে আমাদের গ্রাহকদের জন্য সেরা সেবা প্রদান করার ওপর মনোযোগ দিয়েছি।
আমরা বিশ্বাস, সততা, এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের গ্রাহক, সরবরাহকারী এবং অংশীদারদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করি। আমাদের লক্ষ্য হলো দায়িত্বশীল ব্যবসায়িক পদ্ধতি অনুসরণ করে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পক্ষে কাজ করে স্থানীয় সম্প্রদায় এবং তার বাইরে ইতিবাচক প্রভাব ফেলা।

A Word from Our CEO

মেসার্স ঢাকা ফেইথ ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা পণ্যের সঠিক পরিমাপ, গুনগতমান নিয়ন্ত্রণ ও যথাসময়ে ডেলিভারির জন্য অংগিকারাবদ্ধ। উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির উন্নয়ন ও সময়ের সাথে চাহিদার পরিবর্তনের ফলে বাজারে প্রতিনিয়ত নতুন নতুন পণ্যের আবির্ভাব হচ্ছে। এ সকল পণ্য উৎপাদনে একই কাচামাল বহুভাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে উৎপাদন ও বিপনন ব্যাবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। মাঝারি ও ছোট পর্যায়ের উৎপাদনমূখী উদ্যোক্তরা যথাসময়ে মানসম্পন্ন কাচামাল সংগ্রহ থেকে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌছানো পর্যন্ত (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) নানান চ্যালঞ্জের সম্মুখীন হচ্ছেন। এ ক্ষেত্রে ঢাকা ফেইথ ইন্টারন্যাশনালের দক্ষ কর্মীগণ সব সময় আপনাদের পাশে আছে। অরিজিনাল লেদার, আর্টিফিশিয়াল লেদার, পলিমার, পি পি, সেলুলাইডসহ যাবতীয় সু-মেটিরিয়াল এবং দেশীয় উৎপাদিত পণ্য সরবারাহ, সোর্সিং, প্রোকিউরমেন্ট কনসাল্টেন্সি সার্ভিসের জন্য এই প্রতিষ্ঠান আস্থার সাথে কাজ করছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তির সাথে দীর্ঘ মেয়াদি আস্থার সম্পর্ক তৈরির জন্য আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Fast Shipping

Fast shipping all over Bangladesh within 3 - 4 working days

Best Quality

We assure you the best quality products you can get

cash-on-delivery

Cash On Delivery

Option to pay in cash after you receive your order

Support 24/7

You can connect with us anytime you need

Shopping Cart